সাম্প্রতিক শিরোনাম

Menu

মায়ের দুধে নির্ভর করে শিশুর আচরণ!

Depending on the child's behavior mother's milk !

বাবা-মায়ের কাছে তার নবজাতক সন্তান পরম আরাধ্য সম্পদ। তাই তার বাড়-বাড়ন্ত নিয়ে অভিভাবকদের যেন চিন্তার শেষ নেই।

নবজাতকের সঠিক বেড়ে ওঠা নিশ্চিতে চলে নানা ধরনের কসরৎ।

তবে বিজ্ঞানীদের আগে থেকেই দাবি মায়ের বুকের দুধেই শিশুর শারীরিক বিকাশ নিশ্চিত করে।

এবার তারা জানিয়েছেন, মায়ের বুকের দুধের প্রভাবেই সন্তানের আচরণগত দিক ও আচরণ নির্ধারণ হয়। অর্থাৎ মায়ের বুকের দুধ সন্তানদের মানসিক গঠনে প্রভাব ফেলে।

গবেষণায় দেখা গেছে, মায়ের বুকের দুধ মস্তিষ্কের গঠন, তাদের অনুপ্রেরণা, আবেগ, আচরণ ও ব্যবহারের ওপর প্রভাব ফেলে।

গবেষণা কাজে জড়িত হার্ভার্ড ইউনিভার্সিটির অ্যাসোসিয়েট প্রফেসর কেটি হাইন্ড বলেন, শিশুর জন্য প্রয়োজনীয় মায়ের বুকের দুধের কম্পোজিশনের পরিবর্তন আনার মাধ্যমে শিশুর ব্যবহারে প্রভাব ফেলা যায়, প্রভাব ফেলা যায় তার অন্ত্রের ব্যাকটেরিয়ার ওপর।

হাইন্ড এবং আরো দুই গবেষক মিলে এই গবেষণা কাজটি পরিচালনা করেন।

হাইন্ড বলেন, অন্ত্রের ব্যাকটেরিয়া তেমন কোনো ভূমিকা না রাখলেও খাবার ডাইজেস্টে (হজম) সহায়তা করে। একইসঙ্গে ব্রেইনে নানা ধরনের সিগনাল (নির্দেশ) পাঠায়। এই সিগনালেই শিশুর ব্রেইন পায় নতুন শেপ, ঘটে স্নায়ুবিক উন্নয়ন।

ইঁদুরে ওপর গবেষণা করে এই তথ্যের প্রমাণ পেয়েছেন বিজ্ঞানীরা।

সূত্র: সিবিসি নিউজ।

Share This:

Post Tags:

গৃহস্থালীর টুকিটাকি টিপস

গৃহস্থালীর টুকিটাকি টিপস জানা থাকলে যে কোন সময় কেউ এরকম সমস্যায় পড়লে তাকে সাহায্য করা যাবে । এগুলো সবারই কমবেশী জানা প্রয়োজন । আমি নিজে এরকম সমস্যায় পড়েছিলাম । আর সমাধানগুলো পরীক্ষা করে দেখেছি । এগুলো সত্যি কাজ করে । দেখুন তো কারো কাজে আসে নাকি ।

কোন মন্তব্য নেই " মায়ের দুধে নির্ভর করে শিশুর আচরণ! "