সাম্প্রতিক শিরোনাম

Menu

গরমে ত্বকের উজ্জ্বলতা ধরে রাখার উপায়

Along the way the brightness of the skin to the heat
গরমের দিনে শুষ্কতা থেকে অবশ্যই নিজের ত্বককে সবাই সুরক্ষা দিতে চায়। গরমে রোদ, ময়লা-ধুলাবালি আর তাপের কারণে ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা নষ্ট হয় এবং বলিরেখা পড়ে। তাই এ সময়ে চাই বাড়তি কিছু যত্নআত্তি। যা ত্বকের উজ্জ্বলতা ধরে রাখবে। ত্বকের উজ্জ্বলতায় নিয়মিত কী করা জরুরি-
১. গোলাপজলের সঙ্গে ভিটামিন ই ক্যাপসুল ও সামান্য কর্পূর মিশিয়ে মুখে লাগান। এটি ত্বকে সবচেয়ে ভালো টোনার হিসেবে কাজ করে। টোনিং সুস্থ ত্বকের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
২. কলা, নারিকেলের দুধ এবং মধু একসঙ্গে মিশিয়ে মুখে লাগান। এটি ত্বকে ময়েশ্চরাইজারের কাজ করে এবং ত্বকের বলিরেখা ও চোখের নিচের কালো দাগ দূর করে।
৩. এক টেবিল চামচ মধুর সঙ্গে এক টেবিল চামচ লেবুর রস একসঙ্গে মিশিয়ে মুখে লাগান। এই প্যাক খুব দ্রুত ত্বককে উজ্জ্বল করে।
৪. অ্যালোভেরার সঙ্গে মধু মিশিয়ে মুখে লাগান। এটি ত্বক উজ্জ্বল করার পাশাপাশি ত্বক নরম ও মসৃণ করে।
৫. মেকআপের আগে একটি টিস্যু অথবা পাতলা কাপরে নিয়ে ৩০ মিনিট মুখে ভালো করে ঘষুন। এতে মেকআপের পর ত্বক বেশি ঘামাবে না।
৬. প্রতিদিন ছয় থেকে আট গ্লাস পরিমাণ পানি পান করুন।
৭. জাঙ্ক ফুড খাওয়া থেকে বিরত থাকুন। ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ খাবার খাওয়ার চেষ্টা করুন।

Share This:

Post Tags:

গৃহস্থালীর টুকিটাকি টিপস

গৃহস্থালীর টুকিটাকি টিপস জানা থাকলে যে কোন সময় কেউ এরকম সমস্যায় পড়লে তাকে সাহায্য করা যাবে । এগুলো সবারই কমবেশী জানা প্রয়োজন । আমি নিজে এরকম সমস্যায় পড়েছিলাম । আর সমাধানগুলো পরীক্ষা করে দেখেছি । এগুলো সত্যি কাজ করে । দেখুন তো কারো কাজে আসে নাকি ।

কোন মন্তব্য নেই " গরমে ত্বকের উজ্জ্বলতা ধরে রাখার উপায় "