সাম্প্রতিক শিরোনাম

Menu

ফিকে হয়ে আসা মেহেদীর রঙ থেকে মুক্তি পান সহজেই -

how-to-remove-mehndi-from-hands-instantly

নিজের হাত দুটোকে মেহেদীর রঙে রাঙাতে পছন্দ করেন না এমন নারী খুঁজে পাওয়া যাবে না। আর সে কারণেই কোনো একটি উৎসব এলেই মেহেদী লাগানোর ধুম পড়ে যায় নারীদের মধ্যে। আর বিয়ে-শাদী  হলে তো কথাই নেই, ছোটো থেকে বড় সকলেই হাত ভর্তি করে মেহেদী লাগিয়ে নিজেকে মেহেদীর রঙে রাঙিয়ে নেন। কিন্তু সমস্যা হয় তখনই যখন কিছুদিন পর মেহেদীর রঙ ফিকে হয়ে আসতে থাকে। সব দিকে সমান ভাবে রঙ উঠে না মেহেদীর, একেক স্থানে ছোপ ছোপ ভাবে মেহেদীর রঙ উঠতে থাকে। এতে করে মেহেদী লাগানোর পর  যতোটা সৌন্দর্য  ছিল ততোটাই বিশ্রী দেখাতে থাকে হাত পা। কিন্তু নিরুপায় হয়ে সম্পূর্ণ রঙ আপনা আপনি উঠে যাওয়া পর্যন্ত অপেক্ষা না করে এই ফিকে হয়ে আসা মেহেদীর রঙ থেকে আপনি খুব সহজেই মুক্তি পেতে পারেন। কীভাবে জানতে চান ?

১। বেকিং সোডা ও লেবুর মিশ্রন :
বেকিং সোডার সাথে লেবুর রস ভালো করে মিশিয়ে ঘন পেস্টের মতো তৈরি করে নিন। এরপর যে সকল স্থানে মেহেদী লাগিয়েছিলেন সে স্থানে এই পেস্ট ভালো করে লাগিয়ে নিন। শুকিয়ে গেলে ঠাণ্ডা পানিতে ভালো করে ধুয়ে নিন। এরপর ত্বক খুব ভালো করে ময়েসচারাইজ করতে ভুলবেন না। ব্যস, অনেকটা উপকার পাবেন।

২। অলিভ অয়েল ও লবণ :
এই পদ্ধতিটি খুবই কার্যকরী। কারণ অলিভ অয়েল প্রাকৃতিক এমুলসিফিয়ার। অলিভ অয়েলে খানিকটা লবণ মিশিয়ে ত্বকের উপরে লাগান। ১০ মিনিট এভাবেই রাখুন, এরপর আলতো করে ঘষে নিন। এভাবে কয়েক দিনের মধ্যেই খুব ভালো ফলাফল পাবেন।

৩। টুথপেস্টের ব্যবহার :
অবাক হলেও সত্যি যে টুথপেস্টের কিছু উপাদান মেহেদীর রঙ দূর করতে দারুণ কার্যকরী। যে সকল স্থানে মেহেদী লাগিয়েছিলেন সে স্থানে টুথপেস্ট ভালো করে লাগিয়ে নিন। শুকিয়ে গেলে হাতে ডলে তুলে ফেলুন টুথপেস্ট। দেখবেন রঙ অনেকাংশেই দূর হয়ে যাবে।

৪। লবণ পানি
কুসুম গরম পানিতে লবণ মিশিয়ে হাত পা ভিজিয়ে রাখুন ২০ মিনিট অথবা পানি ঠাণ্ডা হওয়া পর্যন্ত। এরপর সাধারণভাবেই হাত পা ভালো করে ঘষে নিন। কয়েকবার এই পদ্ধতিটি ব্যবহারের ফলেই মেহেদীর রঙ উঠে যাবে।

সূত্রঃ দ্য টাইমস অফ ইন্ডিয়া

Share This:

Post Tags:

গৃহস্থালীর টুকিটাকি টিপস

গৃহস্থালীর টুকিটাকি টিপস জানা থাকলে যে কোন সময় কেউ এরকম সমস্যায় পড়লে তাকে সাহায্য করা যাবে । এগুলো সবারই কমবেশী জানা প্রয়োজন । আমি নিজে এরকম সমস্যায় পড়েছিলাম । আর সমাধানগুলো পরীক্ষা করে দেখেছি । এগুলো সত্যি কাজ করে । দেখুন তো কারো কাজে আসে নাকি ।

1 comment to ''ফিকে হয়ে আসা মেহেদীর রঙ থেকে মুক্তি পান সহজেই -"

ADD COMMENT
  1. What is 1XBET? - XN Network
    What is 1XBET? Bet your ticket or your ticket with a betway login sportsbook and casino. 1xBET 1XBET is the sportsbook platform of betting companies. 카지노

    ReplyDelete